About of Forum
ঈশাখার রাজধানী সোনারগাঁও এর শম্ভুপুরা ইউনিয়ন এর শম্ভুপুরা গ্রামে অবস্থিত আমাদের গৌরবের ও ঐতিহ্যের “শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়” ।
১৯৭৩ সালে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় জনাব আঃ রউফ সাহেব ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন ‘শম্ভুপুরা জুনিয়র হাই স্কুল’। অত্র এলাকার ছাত্রছাত্রীদের প্রানের আশা পুরন হয়। শিক্ষার আলোয় আলোকিত হতে থাকে এলাকার তরুণ তরুনীরা।
পরবর্তিতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ‘শম্ভুপুরা জুনিয়র হাই স্কুল’ টি ১৯৮৯ সালে বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আয়নুল হক সাহেব একঝাঁক নিবেদিত প্রান বীর সন্তান সাথে নিয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন “শম্ভুপুরা মোঃ আলেকচান উচ্চ বিদ্যালয়” যা পরবর্তীতে “শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়” নামে নামকরণ করা হয়। পরবর্তীতে অনেকের প্রতক্ষ্য ও পরোক্ষ সহযোগিতায় বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদিত হয়।

পুর্ব দিকে মেঘনা নদী ও পশ্চিম দিকে ব্রক্ষপুত্র নদ এর মাঝামাঝি অবস্থিত এই ঐতিহ্যবাহী শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় থেকে বহু শিক্ষার্থী পাস করে পরবর্তীতে দেশের খ্যাতনামা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। দেশে ও বিদেশে ব্যবসা বানিজ্য ও চাকুরিতে যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। খেলাধুলা, শিক্ষা-সংস্কৃতি ও সমাজ সচেতনতায় কখনোই পিছিয়ে নেই এই বিদ্যালয় ।

জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৪৭ পর এবং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৩১ বছর পর এসে অত্র প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রছাত্রীগনের মনের চাওয়া একটি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ করা। যেন সকলে একটা সুন্দর বন্ধনে আবদ্ধ হতে পারে একই ছাতার নিচে। যেন সৌহার্দপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্কে সুন্দর একটি যোগাযোগের মাধ্যমে পরিচিত হয়ে সকলের মুল্যায়ন ও মূল্যবোধের প্রসার ঘটাতে পারে। যেন উন্নত সম্পর্কের সেতুবন্ধনের মধ্য দিয়ে নিজেদের সমাজকে আরো সমৃদ্ধ ও আলোকিত করতে পারে সে প্রত্যশায় ২৪ শে জুলাই ২০২০ ইং শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন “Ex Students Forum Of Shambhupura High School” “শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” এর পথচলা শুরু।
সকলের পরামর্শ, সহযোগীতা ও অংশগ্রহণমূলক দিকনির্দেশনা এবং পরিচালনায় এটি হয়ে উঠুক অনুকরণীয় সফল একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রত্যাশাই রাখি সবসময়। সকলকে ধন্যবাদ।