ঈশাখার রাজধানী সোনারগাঁও এর শম্ভুপুরা ইউনিয়ন এর শম্ভুপুরা গ্রামে অবস্থিত আমাদের গৌরবের ও ঐতিহ্যের “শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়” ।
১৯৭৩ সালে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় জনাব আঃ রউফ সাহেব ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন ‘শম্ভুপুরা জুনিয়র হাই স্কুল’। অত্র এলাকার ছাত্রছাত্রীদের প্রানের আশা পুরন হয়। শিক্ষার আলোয় আলোকিত হতে থাকে এলাকার তরুণ তরুনীরা।
পরবর্তিতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ‘শম্ভুপুরা জুনিয়র হাই স্কুল’ টি ১৯৮৯ সালে বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আয়নুল হক সাহেব একঝাঁক নিবেদিত প্রান বীর সন্তান সাথে নিয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন “শম্ভুপুরা মোঃ আলেকচান উচ্চ বিদ্যালয়” যা পরবর্তীতে “শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়” নামে নামকরণ করা হয়। পরবর্তীতে অনেকের প্রতক্ষ্য ও পরোক্ষ সহযোগিতায় বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদিত হয়।