অতঃপর মুখোমুখি

অবেলায় দেখতে এলেম তোমায়
– বলেছি কি দেখে যাও আমায়!

তবুও এসেছি, খুশী হওনি!
– রেগে আছি তাওতো বলিনি।

ওগো, আছো কেমন তুমি?
– তুমিই জানো, জানি কি তার আমি!

ভালো কি নেই তুমি তবে?
– ছিলাম ই বা ভালো কবে?

সেটার দায় কী আমার একার?
– চাপাই নি তো তোমাতে ভার।

আছে কি জমা আজো অভিমাণ?
– জমা আছে পুরো পাহাড়ের সমান।

চলো ভুলিয়ে তোমায় দেই?
– সেই সুযোগ যে আর নেই।

এখনো তোমার সেই জেদ?
– নাহ! শুধুই দেয়ালের ছেদ।

ভেঙে দিবো কি সেই দেয়াল।
– তোমার নেই সময়ের খেয়াল?

মোটে তো ঊনত্রিশ বছর।
– হুম, হয়ে গেছো তুমি পর।

ভূল হয়েছে ওগো সুইটি ।
-এ নামে ডেকে আর লাভ কি।

ভালো কি বাসো না আর?
– প্রশ্নই যে নেই আর তার।

তবে চোখে কেন তোমার জল?
– না না, পড়েছে পোকার দল।

মিছে বলছ তুমি কাকে?
– পূরনো সেই আমিকে।

ডান পা একটু বাড়াবে?
– অনেক দেখেছো, দেখে আর কি করবে?

পায়েল এনেছি, পরাবো পায়।
– নুপূর পড়েছি, নেই যে কোনো দায়।

করবে না আমায় ক্ষমা?
– সেটা থাকুক না হয় জমা।

নীল শাড়ি, পরেছো তুমি আর?
– নাহ, বেগুনি পছন্দ তার।

কি বলছো! তার মানে কার?
– আজ আমি সংসারে যার।

ভুলেই গিয়েছি বিয়ে হয়েছে সুইটি
– হুম, সন্তানও আছে দুইটি।

বাহ! সুখি পরিবার তোমার।
– হুম, তবে হৃদয় ছারখার।

ভালবাসে না কি স্বামী?
– কখনও বলেছি কি আমি?

তবে কেন পিছুটান?
– সেই, কালের আহবান।

স্কুলের প্রথম দিনেই হয়ছিলে মনের রানী
– এসেছিলে কেনো, স্কুল কি আর পাওনি?

কাঁঠাল পাতা দেখাতে তুমি চোখ করে ছলোছল
– ভয়ে গোলাপ পারলেনা দিতে, না পারলে লুকাতে জল।

বইএতে কাঁঠালের পাতা রেখে ডেকে দেখাতে আমায়
– ছাগল একটা, ওটা ছাড়া কি ই বা দেখাবো তোমায়।

ছাগল বলে ডাকবে আর একবার!
– সুযোগ আসে না বার-বার।

স্বামী ডাকছে ওগো তোমায়।
– হারাতে চায় না যে আমায়।

ওহ, তুমি তো ভীষণ লাকি।
– হুম, সে দিবেনা কখনো ফাকি।

কষ্ট পেলাম, দিয়েছি কি আমি ফাকি?
– রেখেছো তার কি আর বাকি?

কিশোর ছেলে, কি ই বা পারতাম আমি?
– কিছু চেষ্টা কি করেছিলে তুমি?

খুশিতে ছিলে সেদিন, জেনেছি সেটাই আমি
– বন্ধুরা এসেছিলো, আসোনি কেনো তুমি?

বিয়েতে আসিনি, তবে এসেছি, নেই কি স্মরণ!
– হুম, এসেছিলে বিদায়ে, গিয়েছো করিতে বরন।

তখন কেদেছিলে কেনো, হাসি গুলো ছিলো কোথায়
– সত্যিটাই তোমায় দেখিয়েছি, বুক ভেঙ্গেছে ব্যথায়।

অনেক হলো উঠছি আজ তবে?
– বলোতো আমি আটকেছি তোমায় কবে?

আমি যাচ্ছি কিন্তু, এই এখনি কেবল?
– রেখেছি হৃদয়ে, ভালো থেকো আমার ছাগল।

*************

অতঃপর মুখোমুখি
October, 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *